এবছরও ‘উন্মুক্তভাবে’ নয়। গত বছরের মতোই বিশ্বভারতীর শিক্ষক ও শিক্ষার্থী নিজেদের মধ্যে পালন করবেন বসন্ত উত্‍সব। দীর্ঘ বৈঠকের পর জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  রাজ্য তো বটেই, একসময়ে সারাদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকত বিশ্বভারতীর বসন্ত উত্‍সব। বিশ্বভারতীতে শেষবার ‘উন্মুক্তভাবে’ বসন্ত উত্‍সব হয়েছিল ২০২৯ সালে। এরপর ২০২০ সালে করোনার পর থেকে ‘উন্মুক্তভাবে’ এইRead More →