তিরন্দাজিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম বিশ্বরেকর্ড করেছেন। স্পেনের মাদ্রিদে তিরন্দাজির বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে এই রেকর্ড করেছেন তাঁরা। দুই তিরন্দাজ মোট ৭০ বার ‘বুল্‌স আই’ মেরেছেন। মাদ্রিদে প্রতিযোগিতায় দুই ভারতীয় মিলে মোট ১৪৩১ পয়েন্ট স্কোর করেছেন। এর আগে এই বিশ্বরেকর্ড ছিল ডেনমার্কের তানজা গেলেনথিয়েনRead More →