অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মর্মান্তিক দুর্ঘটনা। টিকিট নেওয়ার হুড়োহুড়ি করে পদপিষ্ট। এখনও পর্যন্ত মৃত ৭। নিহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা। জানা গিয়েছে, ১০ দিনের বিশেষ দর্শনের জন্য টোকেন পেতে বিশাল ভিড়। দুর্ঘটনার সময় সেখানে ৪ হাজারের বেশি ভক্ত উপস্থিত ছিল। তিরুমালা তিরুপতি দেবস্থানাম (TTD), বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠ দ্বার দর্শনের ১০ জানুয়ারিRead More →