বিমান বিপর্যয়ে হত ৪৭ জন যাত্রীর দেহ শনাক্ত করা গেল ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় বাকি যাত্রীদের পরিজনেরা
2025-06-16
দলাপাকানো দেহ, পুড়ে যাওয়া শরীর। অহমদাবাদে বিমান বিপর্যয়ের পর তিন দিন কেটে গেলেও এখনও এআই ১৭১-এ থাকা বহু যাত্রীর দেহ শনাক্ত করা যায়নি। এই পরিস্থিতিতে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মতো ওই যাত্রীদের পরিজনদের কাছ থেকে ডিএনএ-র নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা হয়। সেই পরীক্ষায় রবিবার সন্ধ্যা পর্যন্তRead More →