করুণের ‘ঘর ওয়াপসি’, বিদর্ভকে রঞ্জি জিতিয়ে কর্নাটকে ফিরছেন ভারতীয় ব্যাটার
2025-07-23
মাঝে দুই মরসুমের জন্য ঘর ছেড়েছিলেন করুণ নায়ার। কর্নাটক ছেড়ে গিয়েছিলেন বিদর্ভে। দুই মরসুমের মধ্যে এক বার বিদর্ভকে রঞ্জি ট্রফি জিতিয়েছেন তিনি। এক বার দল রানার আপ হয়েছে। এ বার আবার পুরনো দলে ফিরতে চলেছেন করুণ। আগামী মরসুমে কর্নাটকের হয়ে খেলবেন তিনি। বিদর্ভের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ও পেয়ে গিয়েছেনRead More →