পদপিষ্টের ঘটনা: বিজয়ের দলকে ভর্ৎসনা মাদ্রাজ় হাই কোর্টের, সিট গঠন করে তদন্তের নির্দেশ, জারি কিছু নিষেধাজ্ঞাও
2025-10-04
তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার রাজনৈতিক সভা বা কর্মসূচি নিয়ে বড় নির্দেশ দিল মাদ্রাজ় হাই কোর্টের মাদুরাই বেঞ্চ। আদালত জানিয়েছে, রাজ্য বা জাতীয় সড়কের উপর কোনও রাজনৈতিক সমাবেশ, রোড শো বা অন্যান্য জনসমাগম বন্ধ রাখতে হবে। যত দিন পর্যন্ত নাRead More →