গোদের উপর বিষফোঁড়া? একইসঙ্গে দুটি মহামারী চলছে – একটি ডেল্টার কারণে, অপরটি ওমিক্রনের কারণে। এমনটাই দাবি করলেন ভাইরোলজিস্ট টি জেকব জন। ওমিক্রনের সংক্রমণকে করোনা মহামারী থেকে ‘বিচ্যুতি’ হিসেবে দাবি করেছেন তিনি। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রখ্যাত ভাইরোলজিস্ট দাবি করেছেন, ‘উহান-ডি৬১৪জি, আলফা, বিটা, গামা, ডেল্টা, কাপ্পা বা মিউয়ের দ্বারা লালিত-পালিত হয়নিRead More →