অপহৃত ট্রেনের কাছে পৌঁছল পাক সেনা, বালুচিস্তানে গুলির লড়াই, শতাধিক পণবন্দির প্রাণসংশয়
2025-03-11
সশস্ত্র বালুচ বিদ্রোহীদের অপহরণ করা ট্রেনের কাছে পৌঁছে গিয়েছে পাক নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে ধারাবাহিক ভাবে গুলির আওয়াজ আসতে শুরু করেছে বলেও সে দেশের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে। এই পরিস্থিতিতে স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশন আর্মি)-র হাতে অপহৃত শতাধিক রেলযাত্রীর প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কা। কারণ, সেনাRead More →