পাল্টে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম। বেড়েছে দল। বেড়েছে ম্যাচও। এ বার থেকে আর কোনও গ্রুপ নয়। লিগের শুরুতে আটটি করে ম্যাচ খেলতে হবে সব দলকে। কিন্তু কোন দল কার বিরুদ্ধে খেলবে, তা বেছে নিল বিশেষ সফ্‌টঅয়্যার। এ বারে মোট ৩৬টি দল খেলবে। সেই ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছিল।Read More →