দমদমের জেল মাঠে রাজনৈতিক সভার মঞ্চে পৌঁছোনোর আগে তিনি নাতিদীর্ঘ ভাষণ দিচ্ছিলেন ওই মাঠেরই এক কোণায় তৈরি প্রশাসনিক সভার ঘেরাটোপের ভিতরে। ভাষণ শেষ করার সময়ে বললেন, ‘’আর বেশি বলব না। পাশেই রাজনৈতিক সভায় অনেকে অপেক্ষা করছেন। সেখানে পশ্চিমবঙ্গের উন্নতির বিষয়ে অনেক আলোচনা হবে। আরও অনেক কিছু হবে।’’ শেষ বাক‍্যটির উচ্চারণেরRead More →