Forest Department, Street light, বন্যপ্রাণী বিচরণ ক্ষেত্রে বেআইনি পথবাতি সরিয়ে ফেলল বনদপ্তর
2025-06-10
বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের লটিহিড় জঙ্গলে বন্যপ্রাণী বিচরণ ক্ষেত্র থেকে উচ্চ ক্ষমতার পথবাতি সরিয়ে ফেললো বাঁকুড়া জেলা পরিষদ ও বনদপ্তর। এই উদ্যোগে খুশী হয়ে জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতো ও বিষ্ণুপুর পাঞ্চেত বিভাগের আধিকারিকে অভিনন্দন জানান পরিবেশবাদীরা। পরিবেশবাদীরা জানান, সম্প্রতি দু’নম্বর রাজ্য সড়কের ধারে বন্য প্রাণী যাতায়াতের জায়গায় বেসরকারি বিলাসবহুলRead More →