ছেলের হাতেই খুন মা? বাড়ির পাশেই দোকানে মিলল মহিলার রক্তাক্ত দেহ। ছেলেকে আটক করেছে পুলিস। চাঞ্চল্য আসানসোলের কুলটিতে। পুলিস সূত্রে খবর, মৃতের নাম সুশীলা সিনহা। কুলটি এলসি মোড়ে ছেলেকে সঙ্গে থাকতেন তিনি। বাড়ির পাশেই দোকান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দোকান থেকে যা রোজগার হত, তাই গিয়েই সংসার চালাতেন সুশীলা। ছেলেRead More →