বড়দিনের আগের রাতে কলকাতায় অভব্য আচরণের অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ট্রাফিকবিধি ভাঙার অভিযোগও অনেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানো বা মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। তবে বড়দিনের আগে রাতে কলকাতায় কোনও মদ বাজেয়াপ্ত হয়নি। ট্রাফিকবিধি ভাঙার অভিযোগ বড়দিনের আগের রাতে ৩৮২টি পদক্ষেপRead More →