বড়দিনের ভোরে এক ধাক্কায় ১৩ ডিগ্রির ঘরে নেমে এল কলকাতার পারদ! বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি ছুঁয়েছে— এ পর্যন্ত এটিই চলতি মরসুমের শীতলতম দিন। ভোর থেকে কুয়াশায় ঢেকেছে ময়দান, আলিপুর চত্বর। সকাল হতে না হতেই সোয়েটার-জ্যাকেটে মুড়ে চিড়িয়াখানা, ইকোপার্ক কিংবা সায়েন্স সিটির উদ্দেশে রওনা হয়ে গিয়েছে শহরবাসী। বেলা বাড়লেওRead More →