বহুতল থেকে পড়ে মৃত্যু এক শিশুর। তিন বছরের ওই শিশুর নাম অভয় পোরেল। মর্মান্তিক এই ঘটনাটি আজ বিকেলে ঘটে বালিটিকুরী নস্কর পাড়ায়। এলাকার মানুষ জানান বহুতলের ওপরে চারতলায় অভয় তার বাবা মায়ের সঙ্গে থাকত। জানালা খোলা ছিল। সেখান থেকে সে খেলতে খেলতে আচমকা নীচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালেRead More →