Plane Crashes: ভয়ঙ্কর দুর্ঘটনা, ৮৫ যাত্রী নিয়ে ভেঙে পড়ল সেনা বিমান!

 ফের বিমান দুর্ঘটনা ফিলিপিন্সে। সে দেশের সেনা প্রধান জানিয়েছেন, ৮৫ জন যাত্রী নিয়ে ওড়ার সময় দক্ষিণ ফিলিপিন্সে ভেঙে পড়েছে একটি সেনা বিমান। রবিবার সকালেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। সংবাদসংস্থা AFP-কে সেনা প্রধান জেনারেল সিরিলিটো সবেজানা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। C-130 বিমানটি ভেঙে পড়ার সময় সুলুRead More →