‘খেলা দেখার ইচ্ছাই ছিল না’, ফরাসি ওপেনে আলকারাজ়-সিনার ফাইনাল কেন দেখতে চাননি জোকোভিচ?
2025-06-29
ফরাসি ওপেনের ফাইনাল দেখতেই চাননি নোভাক জোকোভিচ। ফাইনালে উঠতে পারেননি তিনি। ফাইনালে খেলেছিলেন কার্লোস আলকারাজ় এবং ইয়ানিক সিনার। তাঁদের খেলা দেখার ইচ্ছা ছিল না জোকোভিচের। কেন? এ বারের ফরাসি ওপেনের সেমিফাইনালে জোকোভিচ হেরে যান সিনারের কাছে। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয় অধরাই থেকে যায় সে বার। উইম্বলডনে আবার সেই লক্ষ্যে নামবেনRead More →

