প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরামে আরাম অতীত! এখন শুধু পথের ক্লান্তি, দুর্ভোগ সঙ্গী নিত্যযাত্রীর
2025-08-01
কবি সুভাষ স্টেশনের ঘড়িতে সকাল ৯টা ১৭ মিনিট। ৯টা ২০ মিনিটের দক্ষিণেশ্বরগামী আপ মেট্রো ধরার ভিড়। ভিড়ের মধ্যে মাঝবয়সি এক জন হঠাৎই প্ল্যাটফর্মে থুতু ফেললেন। সম্ভবত অভ্যাসে। বা বিরক্তিতে। অথবা হতাশায়। তাঁর কাঁধে ঝোলানো টিফিন বাক্সের ব্যাগ। হাতে প্লাস্টিকের থলে। উঁকি দিচ্ছে আকাশি রঙের জামা। বোঝা যাচ্ছিল, কোনও আবাসন বাRead More →