ইয়েস ব্যাঙ্কে তোলা যাবে না ৫০ হাজারের বেশি, টাকা তোলার হিড়িক গ্রাহকদের

ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) থেকে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা সাময়িক বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) (আরবিআই)| আরবিআই জানিয়েছে, ৩ এপ্রিলের মধ্যে আমানতকারীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না| ড্রাফট বা পে-অর্ডারের ক্ষেত্রে অবশ্য এই ঊর্ধ্বসীমা কার্যকর হবে না| টাকা তোলা যাবে অসুস্থতা, পড়াশোনা বাRead More →