বিতর্কে জড়িয়েছেন কার্লোস আলকারাজ়। সিনসিনাটি ওপেনের ম্যাচ চলাকালীন চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। পাশাপাশি প্রতিযোগিতার নিয়মও ভেঙেছেন আলকারাজ়। ফলে শাস্তি পেতে পারেন টেনিস তারকা। সিনসিনাটি ওপেনের শেষ ষোলোর ম্যাচে লুকা নার্ডির বিরুদ্ধে খেলছিলেন আলকারাজ়। প্রথম সেট চলাকালীন চেয়ার আম্পায়ার গ্রেগ অ্যালেন্সওয়ার্থ আলকারাজ়কে জানান, তাঁর জলের বোতলে থাকা লোগো ঢেকেRead More →