মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত ‘রামলালা’, প্রকাশ্যে কৃষ্ণশিলায় তৈরি ‘নির্বাচিত’ মূর্তির ছবি
2024-01-19
শোভাযাত্রা করে গত বুধবার সন্ধ্যায় অযোধ্যার রামমন্দিরে নিয়ে আসা হয়েছিল ‘রামলালা’ বা শিশু রামের ৫১ ইঞ্চি উচ্চতার মূর্তিকে। বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে, ‘শুভ মুহূর্তে’ সেটিকে গর্ভগৃহের মূল বেদীতে প্রতিষ্ঠিত করা হয়। এ বার গর্ভগৃহে প্রতিষ্ঠিত করা কৃষ্ণশিলায় তৈরি ‘রামলালা’র মূর্তিটির ছবি প্রকাশ্যে এল। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর মিডিয়া ইনচার্জRead More →