পূর্ববঙ্গের হিন্দু স্মৃতি—
রাজা বিজয় সেনের স্ত্রী পথে এক পুত্রের জন্ম দেন। পরবর্তীকালে তিনি খ্যাত হন বল্লাল সেন নামে। সিংহাসনে আরোহণের পর স্বীয় জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য তিনি একটি মন্দির তৈরি করান। কিংবদন্তি অনুযায়ী, বল্লাল সেন একবার জঙ্গলে ঢাকা থাকা দেবতার স্বপ্ন দেখেছিলেন। বল্লাল সেন সেই দেবীকে আবিষ্কার করে মন্দির স্থাপন করান। মূর্তিটি ঢাকা ছিলRead More →