কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী থেকে পালানোর চেষ্টায় এক OGW-র মৃত্যু, পুলিস জানিয়েছে।  সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২৩ বছর বয়সী এক ওভার গ্রাউন্ড কর্মী (OGW), নিরাপত্তা বাহিনীকে এড়াতে গিয়ে কুলগাম দক্ষিণ কাশ্মীরের বৈষ্ণব নালায় ডুবে যায়। পুলিসি অভিযানের সময় দ্রুত বয়ে যাওয়া জলে ঝাঁপ দেওয়ার পর রবিবার নদী থেকে তাংমার্গের বাসিন্দাRead More →