পুজো আসছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোও চালু হয়ে গিয়েছে।  শহরতলি থেকে সহজেই চলে আসা যাচ্ছে কলকাতায়। ফলে পুজোর সময়ে ভিড় আরও বাড়বে। ষষ্ঠী থেকে দশমী শিয়ালহ ডিভিশনের সমস্ত শাখায় সব গ্যালোপিং ট্রেন সব স্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার্ধে সিদ্ধান্ত নিল পূর্র রেল।  পুজোর ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ব্যবস্থা। উত্‍সবের মরশুমে রেলপথে যাতায়াতRead More →