বাঘিনি জ়িনতের খোঁজে ঝাড়খণ্ড থেকে বাঘ এসে হাজির হল জঙ্গলমহলে? ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির পর পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মেলার পর এই প্রশ্নই উঠেছে। সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন দফতরও। বাঘিনির দাপাদাপির মাত্র দু’সপ্তাহ পর রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় নতুন করে আতঙ্ক ছড়ালRead More →