পানীয় জলের হাহাকার বেলিয়াতোড়ের একাধিক গ্ৰামে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
2023-07-24
পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বড়জোড়া থানার বেলিয়াতোড়ের বিড়রা, মাঞ্জমুড়া, গোয়ালডাঙ্গা, নতুনগ্ৰাম, বেলেশালা প্রভৃতি গ্ৰামের বাসিন্দাদের মধ্যে।গ্ৰামবাসীদের বক্তব্য, ঘটা করে রাস্তার ধারে পাইপ লাইনের মাধ্যমে টাইম কলের জলের ব্যবস্থা করা হয়, কিন্তু বেশ কয়েকদিন ধরেই কলে আর জল আসছে না।আষাঢ় শেষ হয়েRead More →