পাঁচটি রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি, জইশের চিঠি পেয়ে কড়া সতর্কতা
ভোটের মধ্যে জঙ্গি হামলার হুমকি চিঠিতে সতর্কতা বাড়ল। সংবাদমাধ্যম সূত্রে খবর, অমৃতসর-সহ পাঞ্জাবের মোট পাঁচটি রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পাক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। ফিরোজপুর রেলওয়ে ডিভিশনের পাঁচটি স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকিটি পেয়েছেন পশ্চিম রেলের রিজিওন্যাল ম্যানেজার বিবেক কুমার। হোয়াটসঅ্যপে পাঠানো ওই হুমকি বার্তায় পাঁচটি স্টেশনের নামওRead More →