সপ্তাহান্তেও বৃষ্টি! পশ্চিমি ঝঞ্ঝায় কত দিন ‘ব্যাকফুটে’ থাকবে শীত? আগামী পাঁচ দিনের পূর্বাভাস
2024-12-25
বড়দিনের চেনা শীত উধাও। উল্টে টিপ টিপ করে দু’-এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝেমধ্যেই। সকাল থেকে আকাশের মুখভার। দেখলে জুলাই বা অগস্ট মাসের আকাশ বলে ভ্রম হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পৌষের এই মেঘলা আকাশ এবং বৃষ্টির নেপথ্যে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। তারই পরোক্ষ প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছেRead More →