‘পরের ম্যাচেই ২০০ করব’ বলার পর কী করল বৈভব? শেষ এক দিনের ম্যাচে কত রান করল ১৪ বছরের ক্রিকেটার
2025-07-09
এজবাস্টনে শুভমন গিলের দ্বিশতরান দেখে অনুপ্রাণিত হয়েছিল বৈভব সূর্যবংশী। জানিয়েছিল, পরের এক দিনের ম্যাচে ২০০ করতে চায় সে। সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল বৈভবের। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ এক দিনের ম্যাচে ৩৩ রানে আউট হয়ে গেল বৈভব। তবে নজিরও গড়েছে ১৪ বছরের ক্রিকেটার। ভারত সিরিজ় জিতেছে ৩-২Read More →