পরীক্ষামূলক ভাবে মেট্রো চলল নোয়াপাড়া থেকে বিমানবন্দর! আপ-ডাউন লাইনে সফল ‘ট্রায়াল রান’
2025-01-24
দু’দিনের ব্যবধানে কলকাতায় আরও এক রুটে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালালেন (ট্রায়াল রান) কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দিন দুয়েক আগেই এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছিল। এ বার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর— সাত কিলোমিটারের বেশি পথে পরীক্ষামূলক ভাবে মেট্রো চলল। মেট্রো কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সফল ভাবেই ট্রায়ালRead More →