পরীক্ষামূলক ভাবে মেট্রো চলল নোয়াপাড়া থেকে বিমানবন্দর! আপ-ডাউন লাইনে সফল ‘ট্রায়াল রান’

দু’দিনের ব্যবধানে কলকাতায় আরও এক রুটে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালালেন (ট্রায়াল রান) কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দিন দুয়েক আগেই এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছিল। এ বার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর— সাত কিলোমিটারের বেশি পথে পরীক্ষামূলক ভাবে মেট্রো চলল। মেট্রো কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সফল ভাবেই ট্রায়ালRead More →