নিজের স্কুলের পুজোতেই পুরোহিতের দায়িত্বে ছাত্রী তন্বী! সরস্বতীকে সাক্ষী রেখে হল ইচ্ছাপূরণ
2025-02-04
ইচ্ছা ছিল স্কুলের সরস্বতী পুজো নিজের হাতে করবে। অবশেষে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় নবম শ্রেণির ছাত্রীর সেই ইচ্ছাপূরণ হল। খড়্গপুর গ্রামীণের একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী তন্বী চক্রবর্তী। প্রথম বার স্কুলে পুজো করল সে। তন্বী জানায়, স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। তার অনেক দিনের ইচ্ছাকেও গুরুত্ব দিয়েছে স্কুল। তন্বীRead More →