ট্রেনের চেন টানা, না কি আগুনের গুজব! জলগাঁওয়ে কেন লাইনে নেমে দাঁড়ান যাত্রীরা?
2025-01-22
পুষ্পক এক্সপ্রেস থেকে হুড়মুড়িয়ে পাশের লাইনে নেমে গিয়েছিলেন যাত্রীরা। সে সময় তাঁদের চাপা দিয়ে চলে যায় অন্য কর্নাটক এক্সপ্রেস। মহারাষ্ট্রের জলগাঁওয়ে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত অন্তত পাঁচ জন। কিন্তু কেন হঠাৎ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই যাত্রীরা, যার জন্য এই বিপত্তি? জলগাঁওয়েরRead More →