দশমী থেকেই নজরে ২০২৬ সালের শারদোৎসব! কোন শিল্পী কোন পুজোয় যুক্ত হচ্ছেন, নানা জল্পনা পুজো কমিটিগুলিতে
2025-10-03
বিজয়াদশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দর্পণ বিসর্জন হয়ে গিয়েছে। তা সত্ত্বেও আগামী দু’-এক দিন বড় বারোয়ারির পুজো মণ্ডপগুলিতে থাকবেন দুর্গা। সেই আবহেই আগামী বছরের পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার সব বড় পুজো কমিটি। দেবীপক্ষের শুরুতেই কলকাতার কোন পুজোয় কোন শিল্পী নজরকাড়া কাজ করেছেন, তা জানতে নজরদারি চালিয়েছিলেন পুজো কমিটির কর্তারা।Read More →