তিনি বলিউডের ‘ক্যাসানোভা’। বহু নারীর হৃদয় ভেঙেছেন তিনি। কিন্তু তাঁর মনও নাকি ভেঙেছেন এক বিদেশিনি। সেই বিদেশিনি হলেন হলিউডের অভিনেত্রী নাতালি পোর্টম্যান। কপিল শর্মার অনুষ্ঠানে এসে এক বার বিষয়টি নিজেই জানিয়েছিলেন রণবীর। তিনি বলেছিলেন, কী ভাবে নাতালি তাঁকে এড়িয়ে চলে গিয়েছিলেন। ভারতে রণবীরকে দেখলে তাঁর পাশে মানুষের ভিড় জমে যায়।Read More →