PM-KISAN যোজনার ১৯ হাজার কোটি টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে, জানুন কবে
2021-05-13
অবশেষে অপেক্ষার প্রহর শেষ কৃষকদের। প্রধানমন্ত্রী কিসান যোজনার অষ্টম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে অর্থাৎ আগামী ১৪ মে এই টাকা কৃষকদের খাতায় পৌঁছে যাবে বলে জানানো হল মোদী সরকারের (Modi Govt) তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টাকা হস্তান্তর করবেন বলেRead More →