১৮ আসনের পিছনে ৪৮ মাসের ছক, গ্রামে গ্রামে পদ্ম চেনাতে ‘নব-দীপ’ পরিকল্পনা করে বিজেপি, আরএসএস

২ থেকে ১৮। এই লাফটা সহজ ছিল না। এমন হাইজাম্পের প্রস্তুতি শুরু হয় চার বছর আগে। সেই সময়ে তৈরি হওয়া পরিকল্পনা মেনে ৪৮ মাসের চেষ্টাও এনে দিয়েছে এই জয়। বিজেপির এই সাফল্য যাত্রায় সামনে থেকে যেমন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়রা ছিলেন, তেমনই অন্তরালে থেকে কাজ করেছেন অনেকে। তাঁদেরRead More →