শুরুটা হয়েছিল উপকূলীয় শহর লাটাকিয়ায়। গত এক সপ্তাহ জুড়ে তা ছড়িয়ে পড়েছে টারটাস, জ়াবলেহ, বানিয়াস-সহ বিভিন্ন এলাকায় সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হাজারেরও বেশি অনুগামী নিহত হয়েছে। যাঁরা মূলত শিয়া আলাওয়াইট। এই আবহে প্রত্যাঘাতের জন্য আসাদপন্থীরা নতুন সশস্ত্র গোষ্ঠী গড়়লেন সিরিয়ায়। আর সেই সঙ্গেই নতুন করে তৈরিRead More →