দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন চালু হল। আর এই প্রথম ট্রেনটি চলবে হাওড়া-কামাখ্যা রুটে। জুড়বে দুই রাজ্য— পশ্চিমবঙ্গ এবং অসমকে। ছোঁবে দুই রাজ্যের সংস্কৃতিকেও। সম্ভবত তাই বন্দেভারতের প্রথম স্লিপার ট্রেনে পরিবেশিত খাবারেও দুই রাজ্যের স্বাদই চোখে পড়বে। নতুন স্লিপার ট্রেনের যে মেনু প্রকাশ্যে এসেছে, জানা গিয়েছে, তাতে থাকবে পশ্চিমবঙ্গ এবংRead More →