দু’বছর পর এক দিনের বিশ্বকাপ, স্বপ্ন ছুঁতে রোহিতকে আইপিএলেই বদলাতে হবে খেলার ধরন
2025-04-04
২০০৭ থেকে ২০২৫। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় যুগ পার করে ফেলেছেন রোহিত শর্মা। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে তাঁর ঝুলিতে প্রায় ২০ হাজার রান। রয়েছে ৪৯টি শতরান। সেই ৩৭ বছরের রোহিতকে আইপিএলে খেলার ধরন বদলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ! তাঁদের মতে, বদলাতে পারলে অভিজ্ঞ ব্যাটারের সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। আগ্রাসী খেলাইRead More →