কালীপুজোর আগের রাত থেকেই শুরু হবে তোড়জোড়। ঘরে, বারান্দায়, সদর দরজায় সারি সারি মোমবাতি দিয়ে আলোর উৎসবে মাতবে বাঙালি। একটা সময়ে কালীপুজো বা দীপাবলিতে নানা রঙের মোমবাতি বা প্রদীপের টিমটিমে আলোতেই ঘরে বাতি দেওয়ার চল ছিল। এখন সময় বদলেছে। বাঙালি-অবাঙালি সংস্কৃতির মেলবন্ধনও ঘটেছে। ইদানীং দীপাবলিতে বাঙালিরাও রঙ্গোলিতে ঘর সাজান। কয়েকRead More →