COVID in India: দিল্লিতে ১০০ ছাড়ালেও দেশে দৈনিক আক্রান্ত কমে নামল সাড়ে ছ’হাজারে

ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই আরও কমল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। চার দিন সাত হাজারের ঘরে থাকার পর তা নামল সাড়ে ছ’হাজারে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। এর মধ্যে প্রায় তিন হাজার আক্রান্ত কেরলে। মহারাষ্ট্রে ৯০২, তামিলনাড়ুতে ৬১০ এবং পশ্চিমবঙ্গে ৫৬৫। বাকি সব রাজ্যে অনেকটাই কমRead More →