চিরাচরিত প্রথা মেনে দশমীর সন্ধ্যায় বেলুড় মঠে প্রতিমা নিরঞ্জন হল। আজ, মঙ্গলবার এই নিরঞ্জন দেখতে বেলুড় মঠে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত। নিরঞ্জনের আগে মাকে বরণ করা হয়। সন্ন্যাসীরা ঢাক ঢোল কাঁসরের তালে ধুনুচি নৃত্য করেন। এরপর মঠের নিজস্ব গঙ্গার ঘাটে, মায়ের মন্দিরের সামনের ঘাটে মা দুর্গার নিরঞ্জন হয়। বোধনের পরেRead More →