দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির সঙ্গে সাজঘরে ঝগড়া! কী নিয়ে ঝামেলা, জানালেন ধাওয়ান
2025-10-02
মাঠের মধ্যে শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির সম্পর্ক বেশ ভাল। দু’জনেরই পঞ্জাব-দিল্লি যোগসূত্র রয়েছে। বাইশ গজেও দু’জনের জুটি একাধিক বার নজর কেড়ে নিয়েছে। সেই ধাওয়ান জানালেন, কোহলির সঙ্গে দু’বার ঝগড়া হয়েছিল তাঁর। অবশ্য কোহলির মানসিকতাকে কুর্নিশ করেছেন তিনি। রাজ শামানির পডকাস্টে ধাওয়ান বলেছেন, “বিরাটের সঙ্গে এক বার ভাল ঝগড়া হয়েছিল।Read More →