কালীপুজোর আগেই খুলে গিয়েছে ত্রিকোণাপুকুরের কালীমন্দির। এই মন্দিরে দক্ষিণেশ্বরের আদলে বানানো হয়েছে রৌপ্য সিংহাসন। সম্পূর্ণ ভক্তদের দান থেকেই এই সিংহাসন তৈরি করা হয়েছে।এই সিংহাসনটি রত্নখচিত। সেই সিংহাসন দেখতে পুজোর আগেই ভিড় জমছে এই মন্দিরে। বর্ধমান স্টেশন থেকে বেরিয়েই  দুপা এগোলেই এই মন্দির। ভাল নাম ত্রিকোণাপুকুর। চলতি নাম তিনকোনিয়া। এখানে যখনRead More →