মোটের উপর শান্তিতেই শুরু হয়েছিল তৃতীয় দফার ভোট পর্ব। কাঠফাটা রোদ, ঘাম ঝরানো গরম, সব উপেক্ষা করেই ভোটের লাইনে সামিল হয়েছিলেন মানুষ। হঠাৎই বোম পড়তে শুরু করল মুড়িমুড়কির মতো। প্রাণ ভয়ে বুথ ছেড়ে যে যে দিকে পারলেন ছুটলেন। এ ছবি মুর্শিদাবাদের ডোমকলের টিকটিকিপাড়ায়। একটা বুথে নয়, দিনভর বিক্ষিপ্ত অশান্তির খবরRead More →