বর্ধমান রাজপরিবারের দেবী সর্বমঙ্গলা বাঁকুড়া শহরের কুচকুচিয়ায় পাষাণ কালী রূপে পূজিতা হচ্ছেন তিনশো বছরের অধিক কাল ধরে। সাধক শ্রীহরি আচার্য দেবীকে বাঁকুড়ায় এনে প্রতিষ্ঠা করেন। সেই সময় তিনি পঞ্চমুন্ডির আসনে দেবীকে প্রতিষ্ঠা করেন বলে জানান মন্দিরের পুরোহিত তথা শ্রীহরি আচার্যের ষষ্ঠ পুরুষ সমীর আচার্য। তিনি জানান, শ্রীহরি আচার্য নিজ গৃহেরRead More →