প্রয়াত গুরু দত্তের বোন ললিতা লাজমী, ‘তারে জ়মিন পর’ খ্যাত শিল্পীর জন্ম কলকাতাতেই
2023-02-14
প্রয়াত ললিতা লাজমী। ১৩ ফেব্রুয়ারি জীবনাবসান বিশিষ্ট চিত্রকরের। বলিউডের পঞ্চাশের দশকের অন্যতম খ্যাতনামা ও কিংবদন্তি পরিচালক গুরু দত্তের বোন ছিলেন তিনি। বলিউড অভিনেতা আমির খানের ‘তারে জ়মিন পর’ ছবিতে তাঁর গুরুর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ললিতা লাজমীকে। সেখানেও অতিথি শিল্পী হিসাবে এক চিত্রকরের চরিত্রেই দেখা গিয়েছিল তাঁকে। ১৩ ফেব্রুয়ারি,Read More →