তামিলনাড়ুতে খাবারের খোঁজে বেরিয়ে ৭০ ফুট গভীর খাদে পড়ল হাতি, উদ্ধারের আগেই মৃত্যু
2025-01-12
খাবারের খোঁজে বেরিয়েছিল পূর্ণবয়স্কা হাতিটি। পা পিছলে ৭০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে মৃত্যু হল তার। শুক্রবার সকালে তামিলনাড়ুর নীলগিরিতে ঘটনাটি ঘটেছে। বেশ কিছু ক্ষণের চেষ্টার পর মৃত হাতিটিকে খাদ থেকে তুলেছে বন দফতর। হয়েছে ময়নাতদন্তও। বন দফতরের তরফে জানানো হয়েছে, ৩৩ বছরের ওই হস্তিনীটি খাবারের খোঁজে বেরিয়েছিল। পথে হাতিটিRead More →