‘আপনি আমার কথা বুঝতে পারছেন? না পারলে, বারবার জিজ্ঞাসা করবেন।’  টেলিফোনের ওপারে যে ভদ্রলোক রয়েছেন, তাঁর গলা ধরে গিয়েছে। একটু থেমে বললেন, ‘ব্রেন স্ট্রোক হয়েছে। তার পরে গলা বদলে গিয়েছে। স্বাভাবিক চলাফেরার ক্ষমতাও কমে গিয়েছে।’ পয়লা বৈশাখের সকাল। বাইরে হালকা ছ্যাঁকা লাগা রোদ। মোবাইল ফোনে ইতিমধ্যেই আসতে শুরু করেছে নববর্ষRead More →