গরম যথেষ্ট, তাও বর্ষার ভ্রমণের তালিকায় কেন রাখতে পারেন কেরল?
2025-06-03
পাহাড়ের কোলে সমুদ্রসৈকত, চোখজুড়ানো নারকেলের বাগান, ঢেউখেলানো চা-বাগান, শহর বেষ্টন করে থাকা হ্রদ, জলপ্রপাত, অরণ্য, বন্যপ্রাণ, ইতিহাস, মন্দির— যে সমস্ত টানে পর্যটকেরা বেড়িয়ে পড়েন, তার সবটাই রয়েছে এখানে। দক্ষিণ ভারতের কেরল, পর্যটনের জন্যই যার বিশেষ পরিচিতি। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি— যা দেখে লোকে একে ‘ঈশ্বরের আপন দেশ’ও বলেন। সেখানেই ঘুরেRead More →